12/09/2025 মণিরামপুরে কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা
সমসাময়িক
৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৫১
মনিরামপুর(যশোর) প্রতিনিধি।। যশোরের মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা বাজারে মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহরিয়া হোসেনের অভিযোগের ভিত্তিতে মেসার্স চঞ্চল এন্টারপ্রাইজ-এর মালিক মো. ওহেদুজ্জামান (৪৫) কে বালাইনাশক আইন ২০১৮ অনুযায়ী অর্থদণ্ড করা হয়। পরে জব্দ করা মেয়াদোত্তীর্ণ কীটনাশক জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানের সময় মণিরামপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান বলেন, জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।