12/04/2025 মনিরামপুরে বিদায়ী ও যোগদানকৃত দুই ইউএনওসহ চার কর্মকর্তাকে সংবর্ধনা
সমসাময়িক
৩ ডিসেম্বর ২০২৫ ২১:২৩
মনিরামপুর(যশোর)প্রতিনিধি।। যশোরের মনিরামপুর থেকে সদ্য বদলি হওয়া ও যোগদানকারী দুই উপজেলা নির্বাহী অফিসারসহ চার কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও নিশাত তামান্না। ক্লাবের সম্পাদক যুব উন্নয়ন অফিসার রেজাউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে মনিরামপুর থেকে বদলি হওয়া ইউএনও নিশাত তামান্না এবং যোগদানকারী ইউএনও সম্রাট হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া বদলি হওয়া অপর দুই কর্মকর্তা থানার ওসি বাবলুর রহমান খান ও পিআইও সায়ফুল ইসলামকে অনুরূপভাবে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় অন্যান্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মাসুদুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা অফিসার ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল, প্রাণি সম্পদ অফিসার ডা. তৌহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান, মৎস্য অফিসার সেলিম রেজা,হিসাব রক্ষণ অফিসার কৌশিক দাস, আইসিটি অফিসার রাজু আহমেদ, গ্রাম আদালতের সমন্বয়কারী অনুপম ঘোষ প্রমুখ। এ দিকে অনুরূপভাবে বিদায়ী ইউএনও নিমাত তামান্না ও প্রকল্প বাস্তবায়ন অফিসার সায়ফুল ইসলামকে সোমবার রাতে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। প্রেসক্লাব সভাপতি মজনুর রহমানের সভাপতিত্বে এবং সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি ইলিয়াস হোসেন, জিএম ফারুক আলম, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান, যুগ্ম সম্পাদক আবু বক্কার সিদ্দিকী, অশোক বিশ^াস, অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক আলিমুন হোসেন, সিনিয়র সাংবাদিক সহকারি অধ্যাপক আব্বাস উদ্দিন, সহকারি অধ্যাপক বোরহান উদ্দিন জাকির, এমএ মতিন, সহকারি অধ্যাপক হোসাইন নজরুল হক, আসাদুজ্জামান রয়েল, সহকারি অধ্যাপক বাবুল আকতারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।