08/29/2025 ভিত্তিহীন অপ-প্রচারের বিরুদ্ধে ব্যবসায়ী টিপুর প্রতিবাদ।
বিশেষ প্রতিনিধি।।
২৭ আগস্ট ২০২৫ ১৯:০৭
গত ২৫ আগষ্ট (সোমবার) যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রভাতফেরী পত্রিকায় "বিএনপি নেতা জনি সহ ৮ জনের বিরুদ্ধে ব্যবসায়ী টিপুর দায়ের করা মামলা খারিজ" ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশষ্য
ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ- জালাল হোসেনের অডিও রেকর্ড উদ্দেশ্যে প্রনদিত ভাবে ছড়িয়ে দিয়েছে একটি কুচক্রী মহল। যা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমি নওয়াপাড়ার জাফ্রিদী এন্টার প্রাইজের সত্তাধিকারী শাহ নেওয়াজ কবির টিপু এই অপ-প্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট অভয়নগর আমলি আদালতে আমার দায়ের করা অভিযোগটি আমলে নিয়েছেন বিচারক লস্কর সোহেল রানা। যার মামলা নং সি আর ৬২৪/২৫। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ঋন সম্পর্কিত নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ্ জালাল হোসেনের যে রেকর্ড ছড়িয়ে দেওয়া হয়েছে তা সঠিক নয়।