02/23/2025 গজারিয়া গ্রাম আদালত বিষয়ক দ্বি- মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি।।
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:০৫
ওসমান গনি গজারিয়া প্রতিনিধি।। মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক দ্বি-মাসিক সমন্বয় সভা হয়েছে।
গজারিয়া উপজেলা নির্বাহি অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে নির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম। সভায় বাংলাদেশ গ্রাম আদালত বিষয়ক বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ গ্রাম আদালতের পর্যায় প্রকল্পের গজারিয়া উপজেলা সমন্বয়কারী মোঃ কামরুল হাসান গজারিয়া উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর গন উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় প্রকল্পটি সরকার বিভাগের তত্ত্বাবধানে ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি, বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।