02/23/2025 মনিরামপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা
মনিরামপুর প্রতিনিধি।
২১ জানুয়ারী ২০২৫ ২০:৪৩
মনিরামপুর(যশোর)॥ মনিরামপুরে সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি ও প্রেসক্লাবের আইসিটি বিষয়ক সম্পাদক তাজাম্মুল হোসাইনের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এতে সাংবাদিক তাজাম্মুল আহত হন। তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়। এ ঘটনা জানাজানি হলে সাংবাদিক মহলসহ এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করে। পুলিশের এক সময়ের কথিত সোর্স বুলবুল আহমেদ বুলির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ইতোপূর্বে দৈনিক গ্রামের কাগজসহ বেশ কয়েকটি দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক তাজাম্মুল হোসাইনের ওপর এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বুলবুল আহমেদ বুলির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার দুপুর দুইটার দিকে পেশাগত দায়িত্ব পালনের জন্যে উপজেলা পরিষদের সামনে যান মনিরামপুর প্রেসক্লাবের আইসিটি বিষয়ক সম্পাদক সাংবাদিক তাজাম্মুল হোসাইন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় বুলবুল আহমেদ বুলি ও তার এক সহযোগী মোটরসাইকেলে করে এসে লোহার রড দিয়ে তাজাম্মুলের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাজাম্মুলকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, প্রতিদিনের কন্ঠের সম্পাদক শাহিনুর রহমান পান্নাসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ ও পুলিশের এসআই অমিত কুমার হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন। হামলার ঘটনা জানতে বুলবুল আহমেদ বুলির মোবাইল ফোনে কল করা হলে তিনি বলেন, ভাই আমি এখন যশোরে আছি। পরে দেখা করে বিস্তারিত জানাবো।
এ হামলার ঘটনায় তাজাম্মুল হোসাইন বুলবুল আহমেদ বুলিসহ দুই জনের বিরুদ্ধে মামলা করেছেন।
মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী জানান, এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবেনা। ইতোমধ্যে বুলবুল আহমেদ বুলিকে গ্রেফতারের জন্যে অভিযান শুরু করেছে পুলিশ।