03/12/2025 কেশবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন
দৈনিক সমসাময়িক
২ নভেম্বর ২০২২ ০৪:৩৩
অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃকেশবপুরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে"প্রশিক্ষিত যুব, উন্নত দেশ , বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্য কে তুলে ধরে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যলয়ের আয়োজনে র্ ্যালি ও আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা শিশু একাডেমির বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আকতার সাদেক ও পলাশ কুমার মল্লিক , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা , যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার, যুব সংগঠক সুফিয়া পারভীন, বাবুর আলী গোলদার , প্রশিক্ষিত যুবক নাজমুল হুসাইন প্রমূখ।
উক্ত অনুষ্ঠান শেষে যুব ঋণের চেক, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়।