03/12/2025 পটিয়ায় ৩৭ আনসার ব্যাটালিয়নের বৃক্ষরোপণ অভিযান
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।
৭ জুলাই ২০২২ ০৯:৪৭
চট্টগ্রামের পটিয়ায় ৩৭ আনসার ব্যাটালিয়নের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। গতকাল বুধবার (৬ জুলাই) দুপুরে পটিয়া আনসার ব্যাটালিয়ন দপ্তর মাটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম আনসার ব্যাটালিয়নের উপ-মহাপরিচালক মোঃ সাইফুল্লাহ রাসেল। ১৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তর জোনের পরিচালক সাইফুজ্জামান, ২৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক আয়ুব আলী, ১৫ আনসার ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার ধন চরন নাথ।এসময় শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপনের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করা হয়।