03/12/2025 বিশ্ব নারী দিবস কলকাতা পুলিশের উদ্যোগে পথনাটক
বিশ্ব নারী দিবস কলকাতা পুলিশের উদ্যোগে পথনাটক
নিজস্ব প্রতিবেদক
৯ মার্চ ২০২২ ০৪:০৮
কলকাতা থেকে সমরেশ রায় ও শম্পা দাস।। আজ বিশ্ব নারী দিবস,...। নারী দিবসকে কেন্দ্র করে নারীদের মনে সচেনতা ফিরিয়ে আনতে, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, কলকাতা পুলিশের উদ্যোগে, একটি পথনাটক.. উন্নতশির... পরিবেশিত করেন, কলকাতা পুলিশের কর্মীবৃন্দ ও দক্ষিণ কলকাতার একটি নিত্য কলাকুশলী ছেলেমেয়েরা । কলকাতার বেশ কয়েকটি থানার আশ পাশে, রাস্তার ধারে এই নাটক তুলে ধরা হয়, পথচলতি মানুষের কাছে। কিভাবে একটা নারী সুরক্ষিত হতে পারে, তার সাহস কিভাবে বাড়িয়ে তুলতে পারে, কিভাবে দোষীদের সাথে মোকাবিলা করতে পারে, নিজের প্রাণ বাঁচাতে পারে ,তারই একটি চিত্র এ নাটকের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। নারীরা পিছিয়ে নাই তারাও পুরুষদের সাথে মোকাবিলা করতে পারে এবং বিপদে ঝাপিয়ে পড়তে পারে এই নাটক থেকে পরিষ্কার বুঝিয়ে দিতে চলেছেন কলকাতা পুলিশের উদ্যোগে... উন্নত শির . নাটকের মাধ্যমে, সত্যি দেখার যে একটা নারী কিভাবে পাঁচটা ছেলের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে। ; যা আর কেউ সাহস পাবে না ,নারীর উপর অত্যাচার করতে, নাটকটি পরিবেশন করেন ধর্মতলা মেট্রো চ্যানেল এবং কলকাতা কলেজ স্কোয়ারে, উপস্থিত ছিলেন আইপিএস অফিসার রুপেস মহাশয় , থানার অফিসার দেবজিত বাবু, কলকাতা পুলিশের অফিসার ও নাট্যকার সুদর্শন দাশ, যিনি নিজের দায়িত্ব নিয়ে যৌথ প্রচেষ্টায় এই নাটকটি মানুষের কাছে তুলে ধরেছেন, এছাড়া উপস্থিত ছিলেন রাজশ্রী, নীলাঞ্জনা চ্যাটার্জী, কলকাতা পুলিশের এএসআই, শ্রী চন্দ্র মুখার্জী ,সুরেন্দ্রনাথ টুডু,সুতপা চক্রবর্তী, তৃষ্ণা খান ,রিজওয়ানা খাতুন, প্রবাস বর্মন, বাপ্পা সাহা, দীপরাজ মন্ডল ,প্রবীর বসু কলকাতা পুলিশ ও আরো অনেকে।