03/12/2025 নবজাগরণ ভাষা ও চেতনা সমিতির উদ্যোগে বাংলা ভাষা উৎসব পালিত
নবজাগরণ ভাষা ও চেতনা সমিতির উদ্যোগে বাংলা ভাষা উৎসব পালিত
নিজস্ব প্রতিবেদক
২১ ফেব্রুয়ারি ২০২২ ১৪:২৭
কোলকাতা থেকে।। নবজাগরণ ভাষা ও চেতনা সমিতির উদ্যোগে এবং ইমানুল হকের পরিচালনায়, ভাষা আন্দোলনের শহীদ স্মরণে ২৪ তম বাংলা ভাষা উৎসব পালিত হলো ,আজ বিকেল পাঁচটায়, রানু ছায়ামঞ্চে।। উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত অতিথি দুইজন বশির উদ্দিন ও শামসুল আলী। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন আইপিএস অফিসার ও বাঁশি বাদক ইন্দ্রজিৎ বসু । অরুণ চক্রবর্তী, নীলাদ্রি নাগ , প্রিয়া দাস, প্রতুল মুখোপাধ্যায় সহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রথমেই মঞ্চে নাচ গান কবিতা নাটক মাধ্যমে সুন্দর অনুষ্ঠান শুরু হয় এবং পরে মশাল জ্বালিয়ে একটি র্যালি শুরু করেন। ২৪ বছর ধরে বিভিন্ন কাজকর্ম করলেও বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছেন এবং এই ভাষা নিয়ে প্রতিবছর সুন্দর একটি অনুষ্ঠানের সূচনা করেন। বলেন শুধু বসে থাকলেই হবে না যেকোনো জিনিস কি কাজে লাগাতে হবে। বাচ্চা ঠিক থাকলে সারাবছর অনেক অনুষ্ঠান মানুষ দেখতে পাবে। বাংলা ভাষার উপর জোর দেন অনুষ্ঠান শুরুর আগেই রান্নার মঞ্চের সামনে বিভিন্ন ভাষায় লেখালেখি শুরু করেন। রিপোর্টার শম্পা দাস ও সমরেশ রায়। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এবং মশাল জ্বালিয়ে তারা এলাকা পরিদর্শন করেন এবং বলেন অন্যান্য দেশের থেকে আমরা নিজেদের বাঁচাতে ভুলতে বসেছি যে ভাসানী আমাদের লড়াই সেই ভাষা একদম বিলুপ্তির কারণ হয়ে উঠেছে তাই আমরা চাই আপনারাও আমাদের সাথে যোগ দিন এবং ভাষা দিবস পালন করুন