মণিরামপুর সমিতি ঢাকা-এর উদ্যোগে ফ্রী চিকিৎসা সেবার প্রথম দিন ছিল আজ। পর পর দুই দিন ব্যাপি এই সেবা প্রদান করা হবে। ‘বন্ধনই শক্তি’-এ শ্লোগানকে সামনে রেখে আর্ত-মানবতার সেবায় নানামূখী কাজের অংশ হিসিবে ভবদহের পানিবন্দী ১০ হাজার মানুষকে ফ্রী চিকিৎসা সেবার উদ্যোগ নিয়েছে মণিরামপুর সমিতি, ঢাকা। যশোর-খুলনার জেলার দুঃখ হিসেবে পরিচিত ভবদহ অঞ্চলে পানিবন্দী বন্যাকবলিত মানুষের দু’দিন ব্যাপি ফ্রী চিকিৎসা দিতে মণিরামপুর সমিতি, ঢাকার এর উদ্যোগে ঢাকা থেকে ৪৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন। শুক্রবার প্রথম দিনে নেহালপুর-কালিবাড়ী বাজার সংলগ্ন শাহিদা সুলতানা বালিকা বিদ্যালয় ক্যাম্পাসে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে চিকিৎসা সেবা প্রদান করা শুরু হয় সকাল ৯টা থেকে। প্রথম দিনে দুই হাজার দুইশত রোগীর রেজিষ্ট্রেশন করা থাকলেও সেখানে চিকিৎসা নিতে রোগী আসছেন পাঁচ হাজারেও বেশি। ফলে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দোওয়া হয়েছে এই চিকিৎসা সেবা। সরেজমিনে অতিরিক্ত রোগীর চাপ ও ম্যানেজমেন্ট এর কিছু অব্যবস্থাপনার কারণে হিমসিম খেতে হয়েছে চিকিৎসক ও সেচ্ছাসেবক দেরকে। ভোগান্তিতে পড়েছেন অনেক রোগী। চিকিৎসা সেবা নেওয়ার জন্য ডাক্তারের রুমের সামনেই দাড়িয়ে থাকতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। অনেকই বলছেন রোগীর চেয়ে ডাক্তার কম হওয়ার এই সমস্যার সৃষ্টি হয়েছে। তবে সবাই চিকিৎসা সেবা পেয়েছেন বলে নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ মিজানুর রহমান। ড. মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন অধ্যাপক ডঃ হুমায়ুন কবির, ডাঃ বুলবুল কবীর, আব্দুল্লাহ আল মামুন, শফিকুল বারী, কাজী জহুরুল হক বুলবুল, আব্দুল কাদের, আমিনুর রহমান প্রমূখ। এ সময়ে মণিরামপুর সমিতি, ঢাকা এর সাধারন সম্পাদক ড. মোঃ মিজানুর রহমান বলেন, ‘মণিরামপুর সমিতি প্রতিষ্ঠা লগ্ন থেকে আর্ত-মানবতার সেবায় নানামুখী কাজ করে চলেছে। তারই অংশ হিসেবে ভবদহ অঞ্চলে পানিবন্দী মানুষের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ পৌঁছে দেওয়ার লক্ষ্যে মেডিকেল ক্যাম্পে ঢাকা থেকে ৪৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক দুইদিন ব্যাপী বিনামূল্যে অন্ততঃ ১০ মানুষের চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও ফ্রী ঔষধ প্রদান করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: