মনিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

মনিরামপুর প্রতিনিধি। | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৪৮

মনিরামপুর প্রতিনিধি।
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৪৮

ছবি- দৈনিক সমসাময়িক নিউজ

মনিরামপুর(যশোর)।। দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সোমবার বিকেলে যশোরের মনিরামপুরে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেলে দলিয় কার্যালয় থেকে পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে দলিয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক আবদুল হাই, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, সন্তোষ স্বর, খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভূট্টো, ফারুক হোসেন, ফিরোজ বিশ্বাস, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন, আব্বাস উদ্দিন, আইয়ুব আলী, পৌর কৃষকদলের আহ্বায়ক মোস্তফা আনোয়ার, ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, কামরুজ্জামান প্রমুখ।




আপনার মূল্যবান মতামত দিন: