মনিরামপুরে আ.লীগের দুই গ্রুপের পৃথক অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মনিরামপুর প্রতিনিধি।। | প্রকাশিত: ২৩ জুন ২০২৪ ২২:০৪

মনিরামপুর প্রতিনিধি।।
প্রকাশিত: ২৩ জুন ২০২৪ ২২:০৪

ফাইল ফটো

মনিরামপুর (যশোর)॥ মনিরামপুরে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে। বর্তমান সংসদ সদস্য ইয়াকুব আলী ও সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে অনুসারীরা দুই ভাগে বিভক্ত হয়ে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রোববার ২৩শে জুন মনিরামপুরে বর্তমান এমপি এস এম ইয়াকুব আলী ও সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে নেতৃত্বে পৃথক স্থানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য বর্তমান সংসদ সদস্য ইয়াকুব আলীর নেতৃতে রোববার সকালে উপজেলা আওয়ামী লীগের পুরাতন কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা, উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা পরিষদ মিলনায়তনে দোয়া মাহফিল, কেক কাটা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ইয়াকুব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, জিএম মজিদ, হাসেম আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, গৌর কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা হেরমত আলী, অধ্যক্ষ মিলন ঘোষাল, সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক স ম আলাউদ্দীন, সহকারী অধ্যাপক আলাউদ্দিন, পৌর কাউন্সিলর আদম আলী প্রমুখ।

অপরদিকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের নেতৃত্বে বিকেল ছয়টার দিকে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, অ্যাডভোকেট বশির আহমেদ খান, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা পরিষদ সদস্য তাজরিন সুলতানা শোভা , সাবেক ছাত্রলীগ আহ্বায়ক মুরাদুজ্জামান প্রমুখ। পরে স্বপন ভট্টাচার্য্য ও আমজাদ হোসেন লাভলুর নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। উল্লেখ্য বিগত সংসদ নির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ভেতর বিরোধ দেখা দেয়। সেই থেকে দু গ্রুপের বিরোধ এখন প্রকাশ্যে রূপ নিয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন: