
মোঃ শাহ্ জালাল।। যশোরের মনিরামপুরে ভূলবাড়িয়া বিলে মৎস্যঘেরে মুরগির বিষ্ঠা প্রয়োগের অভিযোগে ঘের মালিক রাজু আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ অর্থ দন্ড প্রদান করেন। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সেলিম রেজা জানান, পূর্বে মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়েছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত হরিদাসকাটি ইউনিয়নের ভূলবাড়িয়া বিলে রাজু আহমেদের মৎস্যঘেরে অভিযান চালিয়ে মুরগির বিষ্ঠা প্রয়োগের সত্যতা পাওয়া যায়। আদালত অভিযান চালিয়ে বেশ কয়েক বস্তা মুরগির বিষ্টা উদ্ধার করেন। আদালত এ ঘটনায় ঘের মালিক রাজু আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করেন। রাজু আহমেদ জানান, জরিমানার ৫০ হাজার টাকা ঘটনাস্থলেই পরিশোধ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না জানান, জরিমানার পরও যদি মুরগির বিষ্ঠা প্রয়োগ করে তাহলে তাকে কারাদন্ড দেওয়া হবে। এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবেনা।

আপনার মূল্যবান মতামত দিন: