কেশবপুরে নারী দিবস উদযাপন

অলিয়ার রহমান | প্রকাশিত: ৮ মার্চ ২০২৪ ১৯:৪৮

অলিয়ার রহমান
প্রকাশিত: ৮ মার্চ ২০২৪ ১৯:৪৮

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরে শুক্রবার সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানভীর হোসেন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রাণী। উপজেলা পল­ী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্রের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ স¤পাদক সাংবাদিক মোতাহার হোসাইন, নারী নেত্রী মনিরা খানম প্রমুখ। #




আপনার মূল্যবান মতামত দিন: