03/21/2025 শেষ হলো সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ অনুষ্ঠান
শেষ হলো সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২১ ১৮:০২
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।
মাগুরা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ১৯-২১ ডিসেম্বর ০৩ (তিন) দিন ব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ১৯-২১ ডিসেম্বর ০৩ (তিন) দিন ব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক উৎসবের শুরু হয়েছিল।
মঙ্গলবার (২১-ডিসেম্বর) বিকালে সৈয়দ আতর আলী গণ গ্রন্থাগার চত্বরে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি, বিতর্ক প্রতিযোগিতা প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলা
প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম. আব্দুল ফাত্তাহ, মাগুরা , জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক। মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু নাসির বাবলু, মাগুরা পৌরসভার মেয়র মোঃ খুরশীদ হায়দার টুটুল, জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রহমান প্রমুখ।