03/21/2025 চিরিরবন্দরে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
চিরিরবন্দরে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর ২০২১ ১৩:২৮
পি কে রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের চিরিরবন্দরে ৪৩ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন।
চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে চিরিরবন্দর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে মেলার আয়োজন করা হয়।
মেলায় উপজেলার ১২ টি মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনী স্টল দিয়ে মেলাটিকে সুসজ্জিত করেছে।
গত সোমবার ( ২০ ডিসেম্বর) সকালে প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি অধ্যক্ষ আহসানুল হক মুকুল, চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র রায়, চিরিরবন্দর থানার (ওসি) তদন্ত মোসলেম উদ্দীন প্রমূখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মীগণ।