9780
03/21/2025
উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান
উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান
নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর ২০২১ ১১:০৮
পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী।।
পটিয়া উপজেলার খরনা ইউপির নৌকার চেয়ারম্যান প্রার্থী মাহাবুবুর রহমানের সমর্থনে ইউনিয়ন আওয়ামীলীগের এক বর্ধিত সভা গত শনিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ’লীগ সভাপতি সামশুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জমান চৌধুরী। প্রধান বক্তা উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ। ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক জয়প্রকাশ দত্ত সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক খরনা ইউপির চেয়ারম্যান বদিউল আলম মাস্টার, উপজেলা আ’লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ, বেসরকারি কারা পরিদর্শক আবদুল হান্নান চৌধুরী লিটন, আ’লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, রিজুওয়ান কবিল চৌধুরী দিদার, নাছির উদ্দিন, রফিক আহমদ, মফিজুর রহমান, প্রদীপ কর, কাজর কর, লেয়াকত আলী, কবির সওদাগর, ইসহাক, জাহাঙ্গীর, নুরুল হক, নুর মোহাম্মদ, এম মুছা, হামিদ, সেলিম, নুরুল আলম জুনু, যুবলীগ নেতা রনি চৌধুরী, আবু তাহের, আবুল বশর, নুরুল আবছার, মিঠুন চৌধুরী, আজগর আলী, ডা: রাজীব, জনি, মাইমুন, মফিজ, ছাত্রলীগ নেতা শান্তুনু দেব, বাপ্পী, আসিফ, ফরহাদ হোসেন, খোরশেদ, রিপন, শ্রবন, প্রণব প্রমুখ।
সভায় বক্তারা খরনা ইউনিয়নের উন্নয়নের ধারা বেগবান করতে আগামী ২৬ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় চেয়ারম্যান মাহাবুবুর রহমানকে বিজয়ী করতে দলমত নিবিশেষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবানর জানান।
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল: [email protected]