03/21/2025 টঙ্গীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা বিতরণ
টঙ্গীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা বিতরণ
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২১ ১৫:৪৪
মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী গাজীপুর।।
টঙ্গী হাজী মাজার বস্তিতে গত ২৭ নভেম্বর অগ্নিকান্ডে ক্ষতি গ্রস্তদের মাঝে জরুরি মানবিক সহায়তা প্রকল্প সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যানমেন্ট প্রোগাম (সিপ) ও কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে যুক্তরাজ্য সরকার, নেদারল্যান্ডস সরকার, স্টাট ফান্ড সরকারের অর্থায়নে ৫৭০ জন অগ্নিকান্ডে ক্ষতি গ্রস্তদের মাঝে নগদ ১০ হাজার টাকা ও স্বাস্থ্য সুরঙ্গা সামগ্রী বিতরণ করা হয়। গত কাল মঙ্গলবার দুপুরে হাজী সৈয়দ শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশন ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব গিয়াস উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশ প্রকল্প ইনচার্জ লিটন গমেজ,সোশ্যাল এন্ড ইকোনমিক ইনহ্যান্ডমেন্ট প্রোগ্রাম(সিপ) প্রকল্পের ইনচার্জ জেসমিন নাহার, মহিলা কাউন্সিল রাখি সরকার, হাজী সৈয়দ শাহ সরকার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক তপতি রানি দাস,রাশেদা বেগম প্রমুখ।