03/20/2025 টঙ্গীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন
টঙ্গীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২১ ১৫:০৮
মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী গাজীপুর।।
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষ উদযাপন উপলক্ষে সারাদেশের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শপথবাক্য পাঠ করেছেন টঙ্গীর সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের ৫শতাধিক শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও সংবাদ কর্মীরা।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে টঙ্গীর ঐতিহ্যবাহী সিরাজউদ্দিন সরকার স্কুল মাঠে বিকেল ৪টা ৩১ মিনিটে দিকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শপথবাক্য পাঠ গ্রহণের উদ্যোগ করে স্কুল কর্তৃপক্ষ।শপথবাক্য পাঠ গ্রহণের পর মহান স্বাধীনতা দিবস উপলক্যে চিত্রাঅংকন প্রতিযোগিতার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষের ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।