কে.এম আলী।।
ঘড়ির কাটা তখন রাত ১০ টা ছুঁই ছুঁই, শীতের আধিপত্যটাও ছিল একটু বেশি। শীতে গুজুমুজু হয়ে রেলওয়ে স্টেশনে
শুয়ে আছে নিম্নআয়ের মানুষগুলো। নীরবতাও নেমে এসেছে চারদিকে। হঠাৎ করেই শুভাকাঙ্ক্ষীদের সাথে কম্বল নিয়ে নওয়াপাড়া রেল স্টেশনের হাজির নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিল আঃ সালাম শেখ। এসময় স্টেশনের
জীর্ণশীর্ণ পাতলা কাপড় গায়ে দিয়ে শুয়ে ছিল প্রায় অর্ধশতাধিক শীতার্ত মানুষ। কাউন্সিল শীতার্ত এই মানুষের হাতে তুলে দেন একটি করে কম্বল। মুহূর্তের মধ্যেই আশেপাশের মানুষজনও জড়ো হন স্টেশনে তাদের প্রত্যেকের হাতেই একটি করে কম্বল তুলে দেন কাউন্সিল।
১৬ ডিসেম্বর রাত ১০টার দিকে নওয়াপাড়া রেল স্টেশনের দৃশ্য এটা।
এসময় কাউন্সিলের সাথে উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংবাদিক পরিষদ অভয়নগর শাখার সভাপতি মাহবুবুর রহমান নান্নু, সাংবাদিক ও বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ রিপন, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক এম,এ ওয়াদুত, ইন্জিনিয়ার মিলন, নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া কাজী, ভিলেজ ডাক্তার সেলিম, প্রমুখ।