03/20/2025 মাগুরায় বিজয় দিবস পালন করলো রিপোর্টাস'র ইউনিট
মাগুরায় বিজয় দিবস পালন করলো রিপোর্টাস'র ইউনিট
নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর ২০২১ ১৬:১০
রাশেদ রেজামা, গুরা প্রতিনিধি।।
যথাযোগ্য মর্যাদায় আজ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করেছে মাগুরার রিপোর্টাস'র ইউনিটের নেতৃবৃন্দ।
আজ সকালে মাগুরায় শহীদ বেদিতে ফুল দিয়ে সকল শহীদদের শ্রদ্ধাভরে স্বরণের মধ্যদিয়ে শুরু হয় বিজয় দিবসের মূল অনুষ্টান। এ সময় মাগুরা রিপোর্টাস'র ইউনিটের সন্মানিত সভাপতি এইচ এন কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী সহ-সভাপতি আলী আশরাফ ,সদস্য শাহীন খন্দকার ,মিলন খন্দকার ও মিরাজ আহমেদ আইন উপদেষ্টা অ্যাডভোকেট হাবিবুর রহমান লাবু, সাংবাদিক মিজান প্রমুখ উপস্হিত ছিলেন।
মাগুরা রিপোর্টাস'র ইউনিটের সন্মানিত সাধারণ সম্পাদক ইউনূচ আলী বলেন, বাঙ্গালি জাতির অস্তিত্ব মহান বিজয় দিবস সুতরং আজ এই দিনে মুক্তিযুদ্ধকালীন সকল শহীদ ও মহিষী বীরঙ্গনাদের আত্মার শান্তি কামনা করি। আমরা রিপোর্টাস'র ইউনিট একটা পরিবার সকলে মিলে আজ মহান বিজয় দিবসটিকে শ্রদ্ধার ভরে স্বরণ করলাম।