পটিয়ার কাশিয়াইশ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাইছ এর অফিসে অগ্নিসংযোগে অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর ২০২১ ১৩:০৫
সেলিম চৌধুরী, চট্টগ্রামের।।
পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মো: কাইছ এর আনারস মার্কায় নিবাচর্নী অফিস অগ্নিসংযোগ, পোস্টার ছিড়া’র অভিযোগ উঠেছে। (১৪ ডিসেম্বর) মঙ্গলবার রাত ১২টার দিকে ইউনিয়নে ভান্ডারগাও এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাশিয়াইশ ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মো: কাইছ জেলা নিবার্চন কর্মকর্তা ও পুলিশ সুপার এবং পটিয়া থানায় লিখিত অভিযোগ করেন। এতে অভিযোগ করা হয় প্রতিপক্ষ আওয়ামীলীগের দলীয় নৌকার চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেমের কর্ম সমর্থকেরা বুধবার রাতে ভান্ডারগাঁও এলাকায় স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের নিবার্চনী ক্যাম্পে চেয়ার, টেবিল লুটপাট চালিয়ে অগ্নি সংযোগ করে ও পোস্টার ব্যানার ছিড়ে পেলে এবং কর্মী সমর্থকদের ভয়ভীতি ও মামলা জড়ানোর হুমকি প্রদর্শন করেন। এ কারণে তারা সুষ্ট নিরপেক্ষ নিবার্চন না হওয়ার আশংকা প্রকাশ করেন। এ ব্যাপারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: কাইছ জানান, কাশিয়াইশ ইউনিয়নে জনগনের মাঝে পরিবর্তনের হাওয়া উঠেছে। নৌকার চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম আমার আনারস প্রতীকের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে এ ঘটনা করছে। ঘটনাটি তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ পূর্বক সুষ্ট নিরপেক্ষ নিবার্চন করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান ।
অপরদিকে আওয়ামীলীগের নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম জানান, স্বতন্ত্র প্রার্থী মো: কাইছ এর এলাকায় জনসমর্থন না থাকায় আগামী নিবার্চনে পরাজয় হবে জেনে তাদের ভান্ডারগাঁও নিবার্চন অফিসে নিজেরাই অগ্নি সংযোগ করে, পোস্টার ব্যানার ছিড়ে আমার কর্মী সমর্থকদের উপর মিথ্যা অভিযোগ করছে। বর্তমানের আমি এই ইউনিয়নের ৬ষ্ঠবারের মত চেয়ারম্যান নিবার্চন করতেছি। আগামী ২৬ ডিসেম্বর আমাকে অতিথিতের মত নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে বলে আশা রাখছি। এব্যাপারে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, কাশিয়াইশ ইউনিয়নে ভান্ডারগাঁও এলাকায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাইছ এর নিবার্চনী অফিস তৈরী করা হচ্ছে। সেখানে কোন পোস্টার ব্যানার নেই। ডেকোরেশনের কাপড়ের একটি কর্ণারে সামন্য অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে মাত্র। এ ব্যাপারে তার পক্ষ থেকে থানা একটি দেওয়া হয়েছে বিষয়টি তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।