03/20/2025 পাইকগাছায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রশাসন ও আ'লীগের কর্মসূচি পালিত
পাইকগাছায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রশাসন ও আ'লীগের কর্মসূচি পালিত
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২১ ১২:১২
মোঃ মানছুর রহমান (জাহিদ)।।
খুলনার পাইকগাছায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা অর্পন, আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এ সব কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কপিলমুনির বদ্ধভুমি মুক্তিযুদ্ধেের শহীদ স্মৃতি কমপ্লেস্কে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান, ইউএনও, মুক্তিযোদ্ধারা, মেয়র, কপিলমুনি ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক নেতা-কর্মীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু । বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধ শেখ শাহাদত হোসোন বাচ্চু,মুক্তিযোদ্ধা জামির হোসেন, সরকারী কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান খান,সরদার আলী আহসান,বিদ্যুৎ রঞ্জন সাহা সহ বিভিন্ন শ্রেণী পেেশার মানুষ।এদিকে দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় মুল তাৎপর্য তুলেধরে বক্তব্য রাখেন উপজেলা কমিটির সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। উপজেলা আ'লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় এ সভার বক্তব্য রাখেন সহ-সভাপতি সমীরন সাধু,উপজেলা সংগঠনের সাবেক নেতৃবৃন্দের মধ্যে মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মলঙ্গী,বিজন বিহারী সরকার,সাবেক চেয়ারম্যান রুহুল আমীন বিশ্বাস,জিএম ইকরামুল ইসলাম, রেজাউল হক,সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, প্রভাষক ময়নুল ইসলাম, স্নেহেন্দু বিকাশ,গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম,বিভুতী ভুষন সানা,হেমেশ মন্ডল, এম,আজিজুল ইসলাম,নিরঞ্জন সরদার,সাবেক যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে এসএম,শামসুর রহমান,গৌরাঙ্গ মন্ডল, প্রনব কান্তি মন্ডল, পরেশ মন্ডল, জগদীশ রায়,সেবানন্দ রায়,জিএম মিজানুর রহমান ও ,রিপন রায়,রাশেদ বিশ্বাস সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়ানুষ্ঠান পালন করা হয়। অন্যদিকে লতা ইউপি চেয়ারম্যান সাবেক যুবলীগ নেতা কাজল কান্তি বিশ্বাস জানান, লতায় বুদ্ধিজীবীদের স্মরনে কর্মসূচি পালিত হয়েছে।