মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে মানুটাও আজ আর আমাদের মাঝে নেই, আছে তার কিছু পুরান স্মৃতি । জীবনের সাথে সাথে পেরিয়ে গেছে স্মৃতির ৭১টি বছর, আজ ৭২এ পা দিলেন খান টিপু সুলতান। তিনি ছিলেন একজন বাংলাদেশী আইনজীবী এবং রাজনীতিবিদ এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশের সাধারণ নির্বাচন১৯৯১, ১৯৯৬, এবং ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে খুলনা বিভাগের যশোর জেলার মনিরামপুর উপজেলা (যশোর -৫) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
খান টিপু সুলতান এরজন্ম-১৩ ডিসেম্বর ১৯৫০সাল।খুলনা,ডুমুরিয়া উপজেলায়।মৃত্যু-১৯ আগস্ট ২০১৭সেন্ট্রাল হাসপাতাল, ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসারধীন অবস্থায়। রাজনৈতিক দল-বাংলাদেশ আওয়ামী লীগদাম্পত্য সঙ্গী-প্রফেসর ডা. জেসমিন আরা বেগমসন্তান-হুমায়ুম সুলতান (সাদাব) জুবায়ের সুলতান (পেলব)পিতামাতা-আব্দুল হামিদ খান (বাবা)পেশা-রাজনীতি ও আইনজীবি।