11/10/2025 দিনভর বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হলো মাগুরা মুক্তদিবস
নিজস্ব প্রতিবেদক
৭ ডিসেম্বর ২০২১ ১৯:৪০
এবং আছাদুজ্জামান মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা মাগুরা জেলার সন্মানিত জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য শ্রী বীরেন শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জহিরুল ইসলাম,
মাগুরা জেলা আওয়মীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ,
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল সহ অন্যান্য।
আয়োজনের দ্বিতীয় অংশে বিকাল ৫টাই বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
'মাগুরা জেলা শত্রুমুক্ত হওয়ার প্রেক্ষাপট ও বীরমুক্তিযোদ্ধাদের ভূমিকা’-
শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়াল অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতা করেণ জাতীয় সংসদের সন্মানিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
অনুষ্টানের শেষ অংশে দেশ বরেণ্যে খ্যাতনামা শিল্পিদের সমন্বয়ে বিশাল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রিপোর্ট লেখা পর্যন্ত চলছিলো...