ঢাকা অফিস।।
আজ রবিবার (৫ ডিসেম্বর) থেকে সারাদেশে ফের ট্রাকে করে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।
শনিবার (৪ ডিসেম্বর) টিসিবি থেকে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ বিক্রি হবে।
সংস্থাটির ট্রাক থেকে সয়াবিন তেল লিটারে ১১০ টাকা, পেঁয়াজ ৩০ টাকা দরে পাওয়া যাবে। এ ছাড়া প্রতি কেজি চিনি ৫৫ টাকায়, মসুর ডাল ৫৬ টাকায় পাওয়া যাবে।
দেশব্যাপী প্রায় ৪৫০ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রি কার্যক্রম চলবে।