03/15/2025 উৎসব মূখর পরিবেশে পটিয়ায় চরকানাই উচ্চ বিদ্যালয়ে নিবার্চন সম্পন্ন
উৎসব মূখর পরিবেশে পটিয়ায় চরকানাই উচ্চ বিদ্যালয়ে নিবার্চন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
৫ ডিসেম্বর ২০২১ ০১:৩৬
সেলিম চৌধুরী, বিশেষ প্রতিনিধি ।।
চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী
হাবিলাসদ্বীপ ইউনিয়নে চরকানাই উচ্চ বিদ্যালয়ের নিবার্চন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। (৪ ডিসেম্বর) শনিবার সকাল ৯টায় থেকে বিকেল ৪টা পর্যন্ত নিবার্চন অনুষ্টিত হয়। এ স্কুলের শিক্ষার্থীর সংখ্যা ১৬৪৩ জন তৎমধ্যে মোট ১৩৮৪ ভোট এবং দাতা সদস্য ৩৬ ভোট রয়েছে। তৎমধ্যে দাতা সদস্য প্রার্থীরা হলেন এইচ এম মনজুরুল আলম ও আবু ছিদ্দিকী। অভিভাবক সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বদ্ধিতা করেন। অভিভাবক সদস্য প্রার্থীরা হলেন, শফিউল আজম, মো: ফোরকান, দিদারুল আলম, মাহাবুবুর আলম চঞ্চল, আবদুল আলিম জিহাদী।
সন্ধ্যায় ৭টায় নিবার্চনের প্রিজাইডিং অফিসার ও পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাঈনুদ্দিন মজুমদার ভোট গননা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা করেন। এতে নিবার্চনে দাতা সদস্য নিবার্চিত হলেন, এইচ এম মনজুরুল আলম ও অভিভাবক সদস্যরা হলেন, পটিয়া চাপড়া ভূমি অফিসের অফিস সহায়ক ও খাজা গরীবের নেওয়াজ ওরস কমিটি’র সহ-সভাপতি শফিউল আজম, সমাজসেবক মো: ফোরকান, দিদারুল আলম, মাহাবুবুর আলম চঞ্চল নিবার্চিত হয়।