04/22/2025 টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
৪ ডিসেম্বর ২০২১ ১৪:৫১
মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী গাজীপুর।।
নিরাপদ সড়ক চাই ও সারা দেশে অর্ধেক বাস ভাড়া, বাস দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুর বিচারের দাবিতে টঙ্গীর কলেজগেট এলাকায় শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে ও এ সময় ফ্লাইওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়কে যানচলাচল বন্ধ করে দেয়। গত কাল সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা গাজীপুরের টঙ্গীতে মহাসড়কের কলেজগেট ও সফিউদ্দিন সরকার একাডেমি এলাকায় অবস্থান নেয়। শিক্ষার্থীরা জানান, শুধু ঢাকা শহরে নয়। সারা দেশে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া দিয়ে যাতায়াতের ব্যবস্থা করতে হবে।
এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ পুলিশ কমিশনার পীযুষ কুমার দে বলেন,শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলে তাদের মহাসড়ক থেকে সড়িয়ে যানচলাচল স্বাভাবিক দেওয়া হয়।