03/15/2025 হাবিলাসদ্বীপ ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মল হক লিটনের শুভেচ্ছা বিনিময়
হাবিলাসদ্বীপ ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মল হক লিটনের শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিবেদক
৪ ডিসেম্বর ২০২১ ১৪:২৮
সেলিম চৌধুরী, নিজস্ব সংবাদদাতা।।
চট্টগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপ ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মল হক লিটন ৪ ডিসেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন স্থানে।কর্মী সমর্থক নিয়ে গনসংযোগ ও মতবিনিময় করেন সাধারণ ভোটারদের সাথে।ছাড়াও তিনি ভোটরদের সাথে কৌশল বিনিময় করেন। সাবেক ছাএনেতা ও উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোজাম্মল হক লিটন বলেন,পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নে উন্নয়ন ত্বরান্বিত করতে একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়ে তুলতে আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান। লিটন বলেন,সৎ সাহস নিয়ে হাবিলাসদ্বীপ সাধারণ মানুষকে হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করতে তিনি প্রার্থী হয়েছেন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে সকল অপরাধ দমন করা হবে বলে জানান। মোজাম্মেল হক লিটন পায়ে হেটে হাবিলাসদ্বীপ ইউনিয়নে সর্বস্তরের জনগণের সহযোগিতা দোয়া ও আশীর্বাদ কামনা করেন। যাতে আগামী ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে জয়ী হয়ে জনগণ সেবা করতে পারেন।