03/20/2025 যশোরে পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে আহত ২০ জন
যশোরে পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে আহত ২০ জন
নিজস্ব প্রতিবেদক
৪ ডিসেম্বর ২০২১ ১১:৫০
বিশেষ প্রতিনিধি।।
যশোরে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। শনিবার সকালে যশোর-ঝিনাইদহ সড়কের সাতমাইল বাজারের অদূরে কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
**গুরুতর আহতদের মধ্যে ৩ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। **হাসপাতালে ভর্তিরা হলেন যশোর শহরের চুড়িপট্টির হাসিবুর রহমান (২৪), সাতক্ষীরার আশাশুনি উপজেলার লসকার গ্রামের নিরাপদ মিস্ত্রি (৬৮) ও তার স্ত্রী কবিতা (৫০)।
জানা যায়, খুলনা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি (খুলনা ব-১১-০১২৪) কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে সামনে থেকে আসা একটি বাসকে ওভারটেক করতে যেয়ে নিয়ন্ত্রণ হারায়। বাসটি খাদে পড়ে পুরো উল্টে যায়। শুরু থেকেই চালক গাড়িটি বেপরোয়াভাবে চালিয়ে আসছিলেন। যাত্রীরা একাধিকবার নিষেধ করলেও তিনি শোনেননি