04/22/2025 এ বিজয় ভালবাসার এ বিজয় জনতার-তৃতীয় লিঙ্গের কোকিলা
এ বিজয় ভালবাসার এ বিজয় জনতার-তৃতীয় লিঙ্গের কোকিলা
নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর ২০২১ ০৭:২৮
রাশেদ রেজা মাগুরা প্রতিনিধি।।
মাগুরার শালিখা উপজেলার ৪ নং শতখালি ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডে প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে বাজিমাত করলেন তৃতীয় লিঙ্গের প্রার্থী মোছা. কোকিলা খাতুন। সংরক্ষিত আসনের ইউপি ভোটে মহিলা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাগুরার শালিখা উপজেলা শতখালী ইউনিয়নের ৪,৫,৬নং ওয়ার্ডের সাধারন জনতা তৃতীয় লিঙ্গের এ প্রার্থীর বিজয়ে, এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরী হয়েছে।
তৃতীয় ধাপের এ নির্বাচনে ৪,৫,৬ নং ওয়ার্ডে কোকিলা ২ হাজার ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রত্না বেগম পান ১ হাজার ২৪৬ ভোট। এছাড়াও অপর দুই প্রার্থী অঞ্জনা সাহা পান ১ হাজার ১৪৮ ও আঞ্জুআরা বেগম ৫৯৯ ভোট পেছেন।
জানিয়ে রাখা ভালো, এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ছিল ৭ হাজার ৪১৯ ভোট।
কোকিলা বেগম সংবাদ মাধ্যমকে বলেন,
শুরুতেই আমার বিজয়ী করার জন্যে ওয়ার্ডবাসিকে শুভেচ্ছা ও অভিনন্দন।
দেখুন আমি তৃতীয় লিঙ্গের মানুষ, আমার কোনো সংসার ধর্ম নাই। তাই আমার কোনো পিছুটান নাই। জনগণ আমাকে যে ভালোবাসা দিয়েছে। আমি তাদের ভালোবাসার প্রতিদান দিতে চাই। আমি জনগণের সেবায় বাকি জীবনটা পার করতে চাই।
শতখালী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু সংবাদ মাধ্যম কে বলেন, ‘জনগণ আমাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করায় আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে যিনি আমার ওপর আস্থা রেখে আমাকে নৌকা প্রতীক দিয়েছিলেন। তৃতীয় লিঙ্গের যে কোকিলা পাস করেছেন তিনি অত্যন্ত মিশুক মনের মানুষ। তাকে জনগণ নির্বাচিত করেছে। সে সহ অন্যান্য ওয়ার্ডে যেসব মেম্বার নির্বাচিত হয়েছেন তাদেরকে নিয়ে আমি ইউনিয়নবাসীর সেবা করে যেতে চাই’।