04/22/2025 যশোর এমএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন প্রফেসর মর্জিনা
যশোর এমএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন প্রফেসর মর্জিনা
নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর ২০২১ ০১:৩৫
বিশেষ প্রতিনিধি।।
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে কলেজের (এম এম কলেজ) ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর মর্জিনা আক্তার রোজী। সোমবার তিনি উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। বর্তমানে কলেজের অধ্যক্ষ পদও শূন্য থাকায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন তিনি।
প্রফেসর মর্জিনা এর আগে যশোর সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন। এবার তিনি এমএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করলেও ইতিপূর্বে এ কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে সোমবার তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে যোগদানের পর যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আহসান হাবীবসহ কলেজের শিক্ষক, কর্মচারি ও ছাত্র সংগঠনগুলো তাকে ফুলেল শুভেচ্ছা জানান।