যশোরের ঐতিহ্যবাহী মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী নিগার সুলতানা সুমাইয়া অপেক্ষমান তালিকা থেকে মাগুরা সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। এই নিয়ে অত্র কলেজ থেকে এবার ৫ শিক্ষার্থী সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ লাভ করেছে। মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ অাব্বাস উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, অামাদের প্রতিষ্ঠানের চারজন কৃতি শিক্ষার্থী মেধা তালিকায় সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। আর অপেক্ষমান তালিকায় ছিলো আরও কয়েকজন। তাদের মধ্যে দুইজন বে-সরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। এই কলেজের কৃতি শিক্ষার্থী রাজিয়া সুলতানা রিতু এবার সারা দেশের মেধা তালিকায় ১৩৮ তম স্থান লাভ করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির জন্য মনোনীত হয়ে ভর্তি হয়েছে। এ ছাড়া সানিয়া নওরিন ওশিন ও ইশরাত জাহান মাহি ঢাকার মুগদা মেডিকেল কলেজে এবং মারিয়া খাতুন মাগুরা মেডিকেল কলেজে ভর্তির জন্য মনোনীত হয়ে ভর্তি হয়েছে। সারা দেশের মেধা তালিকায় ৪০৮৪তম (মেরিট স্কোর-২৬৮.২৫) স্থান লাভ করে এই কলেজের শিক্ষার্থী নিগার সুলতানা সুমাইয়া এবং নির্জনা সুলতান তনু (মেরিট স্কোর-২৬৬.৭৫) লাভ করে অপেক্ষমান তালিকাভুক্ত হয়েছিলো। সেই অনুযায়ী ২৯ নভেম্বর অপেক্ষমান তালিকা থেকে নিগার সুলতানা সুমাইয়াসহ সারা দেশের অারও ৭৯জনকে ভর্তির জন্য তালিকা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিগার সুলতানা সুমাইয়া মণিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের কেএইচএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অাব্দুল মান্নানের জৈষ্ঠ্য কন্যা এবং মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ অাব্বাস উদ্দীনের ভাইরাঝি। নিগার সুলতানা সুমাইয়া সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।