মণিরামপুর ভোজগাতী ইউপিতে সারা ইউনিয়ন কুড়িয়ে নৌকা পেয়েছে ৩৭৪ ভোট
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২১ ১৪:৫৫
মণিরামপুর প্রতিনিধি।।
যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার ব্যাপক পরাজয়। গত ২৮ নভেম্বর রোজ রবিবার অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে উপজেলা মহিলা লীগের নেত্রী প্রভাষক আসমাতুন্নাহার পেয়েছেন সারা ইউনিয়ন কুড়িয়ে ৩৭৪ ভোট। নির্বাচনে চার প্রার্থীর মধ্যে সবচেয়ে কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন তিনি।
ভোজগাতী ইউপির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। মোটরসাইকেল প্রতীক নিয়ে নৌকার বিদ্রোহী হয়ে তিনি পেয়েছেন ৩ হাজার ৫৩৮ ভোট। নৌকার অপর বিদ্রোহী ভোজগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৪৩২ ভোট। এছাড়া হাতপাখা প্রতীক নিয়ে আসাদুজ্জামান পেয়েছেন ১ হাজার ১৫৮ ভোট।
উপজেলা নির্বাচন অফিসের প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ভোজগাতী ইউনিয়নের ১০ হাজার ৭৭১ ভোটারের মধ্যে রবিবার ভোট দিয়েছেন ৮ হাজার ৬৯৮ জন। প্রাপ্ত ভোটের মাত্র ৪.২৯ শতাংশ ভোট পেয়ে জামানত হারিয়েছেন নৌকার এ প্রার্থী। যেখানে জামানত বাঁচাতে গেলে তাঁকে প্রাপ্ত ভোটের ১২.৫ শতাংশ ভোট পেতে হত।