03/14/2025 ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা
৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২১ ১০:৫৯
মোঃ আরিফুল ইসলাম (মনিরামপুর)।।
তৃতীয় ধাপে দেশের ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর।
এ নির্বাচন উপলক্ষে ভোটের এলাকায় ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৬ নভেম্বর মধ্যরাত ১২টা থেকে ২৯ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান বলেন, ইতোমধ্যে আমরা সংশ্লিষ্ট নির্দেশনা পাঠিয়ে দিয়েছি। জেলা প্রশাসক এ নির্দেশনা বাস্তবায়নে সহায়তা করবে। শুধু মোটরসাইকেল না, সব যন্ত্রচালিত যানবাহন ২৭ নভেম্বর থেকে মধ্যরাত থেকে ২৮ নভেম্বর মধ্যরাত পর্যন্ত চলাচল বন্ধ থাকবে।
সাংবাদিক, নির্বাচন কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীসহ জরুরি সেবার কাজে নিয়োজিতদের জন্য এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।