03/19/2025 যশোরের আলোচিত কবি ও সাহিত্যিক অলিয়ার রহমান এর কবিতা- কৃষ্ণ গহবর
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২১ ০৩:১৩
কিছুক্ষণ আগে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি পার হয়ে আমরা এগিয়ে চলেছি অনন্ত নক্ষত্রবীথির দিকে। নাসার তৈরি সর্বাধুনিক এই নভোযানটির ভিতরে ক্ষুদ্র একটি ভ্রূণের ছায়া হয়ে অবিরাম ভেসে আছি মাতৃগর্ভের মত করে। চাঁদের দেশে আজ আর আলো জ্বালাবার কিছু নেই, আমাদের যেতে হবে অন্য সব তারাদের দেশে- সেখানে সুন্দরী এলিয়েনদের সাথে মন দেয়া-নেয়া হবে না হয়তো, হয়তো তাদের সাথে হবে না সুখের বসবাস, কিন্তু জানা যাবে - ভালবাসা কি, চোখের জলের কোন রং নেই কেন? জানা যাবে - আনবিক বোমার আঘাতে যেদিন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল সেদিন ঈশ্বরের চোখে বেদনার অশ্রু জমেছিল কিনা।
যদিও আমি জানি - এসবের কিছুই জানা হবেনা আমার। আর কিছু দুর এগিয়ে গেলেই আমরা ঢুকে যাবো অকল্পনীয় শক্তির বলয় নিয়ে বসে থাকা একটা অজানা কৃষ্ণ গহবরে।
মাতৃগর্ভ থেকে বেরিয়ে শিশুরা পেয়ে যায় - ঝলমলে আলোর পৃথিবী, আমাদের বের হওয়া মানে - গাঢ় অন্ধকারে ডুবে যাওয়া।