03/19/2025 পাইকগাছায় সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানি অনুষ্ঠিত
পাইকগাছায় সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর ২০২১ ১৭:৩৫
মোঃ মানছুর রহমান (জাহিদ)।।
খুলনার পাইকগাছার প্রমোটিং পিস এন্ড জার্সিষ্ট (পিপিজে) সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে ।২২ নভেম্বর (সোমবার) সকালে উপজেলার ৭নং গদাইপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটি ও রূপান্তের এর যৌথ উদ্যোগে,ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে প্রমোটিং পিস এন্ড জার্সিষ্ট পিপিজে এর অর্থায়নে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গনশুনানী বিষয়ক অুনষ্ঠানে ৭নং গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ জিয়াউর রহমান। গদাইপুর ইউপি সচিব শেখ আমিনুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, এ্যাড. জিএম আব্দুস সাত্তার, এ্যাড. সুকান্ত কুমার রায়, এ্যাড. শফিকুল ইসলাম কচি, এ এস আই রফিকুল ইসলাম, এএসআই সাইদুর রহমান রূপান্তরের ফিল্ড অফিসার মুশতাক হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ মোবারক গাজী, মোঃ মশিয়ার রহমান (মিলন), মীর আনোয়ার এলাহী, শেখ হারুন অর রশিদ হিরু, শেখ খোরশেদুজ্জামান, মহিলা সদস্য নাজমা বেগম, খুকুমনি, জাহানারা বেগম,সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসহায় সরকারি আইন সহায়তা গ্রহণকারীবৃন্দ।