03/14/2025 মাগুরার শ্রীপুর ইউনিয়নে নৌকা পেলেন যারা
নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২১ ১০:৫৯
আগামী ২৩ ডিসেম্বর দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, এদিন দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদের ভোট হবে। তার ই ধারাবাহিকতায় মাগুরার শ্রীপুর উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনেনয়ন পেলেন, (১) নং গয়েশপুর ইউনিয়নে, মোঃ আব্দুল হালিম মোল্লা। (২)নং আমলসার ইউনিয়নে, সেবানন্দ বিশ্বাস। (৩)নং শ্রীকোল ইউনিয়নে, কাজী তারিকুল ইসলাম। (৪)নং শ্রীপুর ইউনিয়নে, মোঃ মশিয়ার রহমান। (৫)নং দারিয়াপুর ইউনিয়নে, মোঃ আব্দুস সবুর। (৬)নং সব্দালপুর ইউনিয়নে, মিসেস রিনা সিরাজ। (৭)নং কাদিরপাড়া ইউনিয়নে, মোঃ লিয়াকত আলী। (৮)নং নাকোল ইউনিয়নে, মোঃ হুমায়ুনুর রশিদ মুহিত। বাংলাদেশ আওয়ামী লীগ ৫ ইউপিতে আগের প্রার্থীর উপর আস্হা রাখলেও ৩টি ইউপিতে নতুন মুখ এসেছে। সকল প্রার্থী নৌকা প্রতীক পাওয়ার পর দলের নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ২৩ ডিসেম্বর নৌকা মার্কার বিজয়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো, এবং ইউনিয়নের উন্নয়ন মূলক কাজের ধারা অব্যহত রেখে ইউনিয়ন পরিষদগুলা মডেল ইউনিয়ন হিসাবে রূপান্তরিত করবো।।