8718
03/19/2025
খুলনাতে ৫০পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০২জন গ্রেফতার
খুলনাতে ৫০পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০২জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর ২০২১ ১৭:৪২
মোঃ মানছুর রহমান (জাহিদ)।।
খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) আল আমিন সংগীয় অফিসার ও ফোর্সসহ ফুলতলা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) আল আমিন মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেরে ২০/১১/২০২১ ইং তারিখ বিকেল ০৫.২৫ টার সময় মামলার ঘটনাস্থল ফুলতলা থানাধীন ফুলতলা ইউনিয়নের উত্তরডিহি মধ্যপাড়া গ্রামস্থ পাইমারি স্কুল মোড় সংলগ্ন জনৈক ডাঃ মোঃ মাহাবুবুর রহমান এর সেবা ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী ১। মোঃ আসলাম হোসেন (২২), পিতা- মোঃ সলেমান সরদার, মাতা- নাসিমা বেগম, সাং- যুগ্নিপাশা উত্তরপাড়া, আসামী ২। মোঃ রিয়াজুল ইসলাম (১৯), পিতা- মোঃ কামরুল গাজী, মাতা- রেশমা বেগম, সাং- উত্তরডিহি পশ্চিমপাড়া, উভয় থানা- ফুলতলা, জেলা- খুলনাদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক ০১নং আসামীর মোঃ আসলাম হোসেন (২২) এর পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হইতে ০১ (এক) টি ছোট সাদা রংয়ের এয়ারটাইট পলিপ্যাকের ভিতর রক্ষিত ৩০(ত্রিশ) পিচ হালকা কমলা রংয়ের কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং ২নং আসামী মোঃ রিয়াজুল ইসলাম (১৯), এর পরিহিত প্যান্টের সামনের বাম পকেট হইতে ০১ (এক) টি ছোট সাদা রংয়ের এয়ারটাইট পলিপ্যাকের ভিতর রক্ষিত ২০(বিশ) পিচ হালকা কমলা রংয়ের কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সংক্রান্তে এসআই (নিঃ) আল আমিন ২০/১১/২০২১ ইং তারিখ বিকেল ০৫.৫০ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন।ধৃত আসামিদের বিরুদ্ধে ফুলতলা থানাায় মামলাাদায়ের করা হয়েছে।যার নং- ০৬, তারিখ- ২০/১১/২০২১ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ।
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল: [email protected]