03/19/2025 চট্টগ্রামে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ উদ্ধার, গ্রেফতার ১
চট্টগ্রামে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ উদ্ধার, গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২১ ০৬:৩৫
মো: শাহজালাল রানা।।
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা বিবিরহাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চট্টগ্রাম মেট্রো, ঔষধ প্রশাসন ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকার দিদার বিল্ডিংয়ের ৩ তলা একটি ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে এসব ওষুধ উদ্ধার করে।
সেখানে মোট তিনটি অবৈধ গোডাউনে ভেজাল ও নিম্নমানের ওষুধ ও পণ্যের সন্ধান পাওয়া যায়।বর্তমানে সিজার লিস্ট প্রণয়নের কাজ চলমান রয়েছে।
এ ঘটনায় মো. হারুন (৩২) নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে অবৈধ ও অনুমোদনবিহীন ওষুধ মজুদ ও বিক্রয়ের অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আতিকুর রহমানের ভ্রাম্যমাণ আদালত তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন।