11/09/2025 যশোরে ছুরিকাঘাতে তাঁতীলীগ নেতা খুন
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২১ ০৪:১৪
১৭ নভেম্বর (বুধবার) রাত সাড়ে ১০টার দিকে শহরের বারান্দী মোল্লাপাড়া কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান বারান্দী মোল্যাপাড়া কবরস্থান এলাকার আব্দুল হামিদের পুত্র।
জানা যায়,
গতকাল রাত সাড়ে ১০টার দিকে কাকন নারান ঘোষের চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্ত সন্ত্রাসীরা তার উপর হামলা চালায় এসময়
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত কাকনকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তন্ময় বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্য হয়েছে
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘কারা, কি কারণে তাকে হত্যা করেছে এই মুহূর্তে তা জানা সম্ভব হয়নি। আমি ঘটনাস্থলে আছি, জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।