03/19/2025 পরীক্ষার হলে অজ্ঞান হয়ে পরল এস.এস.সি পরীক্ষার্থী তনুশ্রী
পরীক্ষার হলে অজ্ঞান হয়ে পরল এস.এস.সি পরীক্ষার্থী তনুশ্রী
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২১ ১০:২০
পি কে রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।।
গতকাল ১৬ নভেম্বর রোজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ ঘটিকায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি (রসায়ন) পরীক্ষা দিতে এসে পরীক্ষার হলে অজ্ঞান হয়ে পরে তনুশ্রী রায় (১৬) নামে এক জন শিক্ষার্থী।
জানা যায়, তনুশ্রী রায় (১৬) দূর্গাডাঙ্গা এস সি উচ্চ বিদ্যালয়ের বিঞ্জান বিভাগের ছাত্রী। তনুশ্রী রায় (১৬) নামে ঐ এসএসসি পরীক্ষার্থী পরীক্ষার হলে অজ্ঞান হলে তৎক্ষনাৎ কক্ষ পরিদর্শকের দ্বায়িত্বে থাকা শিক্ষক কেন্দ্র সচিব সুভাষ চন্দ্র রায়কে জানালে তিনি সেই শিক্ষার্থীর দ্রুত চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তির ব্যবস্থা করেন এ সময় তার পিতা নবরঞ্জন রায় উপস্থিত ছিলেন। চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান “তার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং সে এখন সুস্থ আছে পরীক্ষা নিয়ে অতিরিক্ত চিন্তিত থাকার কারনে হঠাৎ তার প্রেসার বেড়ে যাওয়ায় সে তার জ্ঞান হারিয়ে ফেলেন”।
এদিকে তার পিতা নবরঞ্জন রায় বলেন, “প্রথমদিন পরীক্ষা দেওয়ার পর থেকেই সে অসুস্থ ছিল গতকাল তাকে ডাক্তার দেখিয়েছি”।