04/22/2025 অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২১ ১৬:৫১
বিশেষ প্রতিনিধি।।
অভয়নগরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সৃষ্টি, বাজার মনিটরিং, মহাসড়কে যত্রতত্র ট্রাক পার্কিং বন্ধ করা, নূরবাগ স্বাধীনতা চত্বর এলাকায় যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরকারি হাসপাতালের ভেতরে বেসরকারি অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহন না রাখা, নওয়াপাড়ায় নৌযান শ্রমিকদের চলমান কর্মবিরতীর সমাধান, সাংবাদিকদের পত্রিকার নাম তাদের তথ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেওয়া-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল ১৫ নভেম্বর (সোমবার) বিকালে অভয়নগর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মল্লিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র এমওডিসি ডা. সাদিয়া জাহান, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হুসাইন সাগর, নওয়াপাড়া পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাস,সম্মিলিত সাংবাদিক পরিষদ অভয়নগরের সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আলী আকবার সম্রাট প্রমুখ।