03/19/2025 অভয়নগরে বিনামুল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন
অভয়নগরে বিনামুল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২১ ১১:২৮
কে,এম আলীঃ যশোরের অভয়নগর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে বিনামুল্যে কৃষক-কৃষানীদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৫ নভেম্বর (সোমবার) সকালে উপজেলা কৃষি অফিসে রবি মৌসুমে গম ভুট্টা, শরিষা, সূর্যমুখী, শীতকালিন পিয়াজ ও মুশুর, ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি পুর্নবাসন কর্মসুচীর আওতায় কৃষক -কৃষানীদের মাঝে সার ও বীজ বিতরণের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা বেগম ও উপজেলা কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ওইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।