8558
03/19/2025
মণিরামপুর কাশিনগর ইউনিয়নে এক কুকুরের কামড়ে ৭ জন আহত
মণিরামপুর কাশিনগর ইউনিয়নে এক কুকুরের কামড়ে ৭ জন আহত
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২১ ০৩:২৯
মোঃ আরিফুল ইসলাম,( মনিরামপুর)।।
যশোরের মণিরামপুর কাশিমনগরে একদিনে পাগলা কুকুরের কামড়ে ৭জন আহত হয়েছেন।
রবিবার (১৪ নভেম্বর) উপজেলার কাশিমনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কাশিমনগর ইউনিয়নের সাতজন একই কুকুরের কামড়ে আহত হয়েছেন।
তারা হলেন, কাশিমনগর গ্রামের আইয়ান হোসেন (৭), নাদড়া গ্রামের আড়াই বছর বয়সী রোজা খাতুন, ওই গ্রামের বিধান কুমার (৪২) ও ছকিনা খাতুন (১২), হুমাতলা গ্রামের গোলাম মোস্তফা (৭) ও সোহানা খাতুন (১২), লেবুগাতী গ্রামের খাদিজা খাতুন (৪)। মণিরামপুর গ্রামের গৌরব সাহা (১৮), হরিহরনগর গ্রামের সিয়াম হোসেন (১২) ও এনায়েতপুর গ্রামের ফহিম হোসেন (৭)।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল মজিদ বলেন, কাশিমনগর ইউনিয়নে রবিবার দিনের বেলায় একটি পাগলা কুকুর দৌঁড়ে সামনে যাকে পেয়েছে তাকে কামড়ে আহত করেছে।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ওয়ার্ডবয় আকতার হোসেন চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, রবিবার কুকুরের কামড়ে আহত ৭ জনকে হাসপাতাল থেকে প্রতিষেধক ইনজেকশন দেয়া হয়েছে।
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল: [email protected]