03/19/2025 বীর মুক্তিযোদ্ধা শহীদ জামাল উদ্দিন খানের ৫০তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বীর মুক্তিযোদ্ধা শহীদ জামাল উদ্দিন খানের ৫০তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২১ ১২:৫৫
উত্তম চক্রবর্তী,নিজস্ব প্রতিবেদক মণিরামপুর ৷৷
শনিবার (১৪ নভেম্বর) বিকালে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ১১নং চালুয়াহাটি ইউনিয়নের নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে নেংগুড়াহাট শহীদ জামাল স্মৃতি সংসদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ জামাল উদ্দীন খান এর ৫০তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করেন ও সার্বিক পৃষ্ঠপোষকতায় মণিরামপুর উপজেলার নেংগুড়াহাট শহীদ জামাল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা, নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি ও প্রধান নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম খাঁন। অনুষ্ঠানে নেংগুড়াহাট বীর মুক্তিযোদ্ধা শহীদ জামাল স্মৃতি সংসদের সভাপতি মাষ্টার অরুণ কুমার সরকার এর সভাপতিত্বে ও নেংগুড়াহাট শহীদ জামাল স্মৃতি সংসদের যুগ্ম সম্পাদক ও চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ রাজু আহম্মেদ এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম মিলন, চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, চালুয়াহাটি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- শহীদ জামাল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম খাঁন। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুর হক, চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক নাজমুল হাসান সবুজ, আবু তৈয়েব টুটুল, সদস্য আব্দুস সালাম মিন্টু, বিপ্লব হোসেন সহ নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজের সকল শিক্ষকবৃন্দ প্রমূখ। অনুষ্ঠানে ঝিকরগাছা ও মণিরামপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৩ নভেম্বর স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে আনতে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের উজ্জলপুর গ্রামে আত্মাহুতি দিয়েছিল মণিরামপুরের গৌরীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ জামাল উদ্দীনসহ কেশবপুরের মঙ্গলকোর্ট গ্রামের আব্দুল খালেক, মণিরামপুরের হানুয়ার গ্রামের আব্দুর রাজ্জাক, জামশেদ আলী, রোহিতা গ্রামের নূর ইসলাম এই পাঁচ সূর্যসন্তান। উক্ত অনুষ্ঠানে দোয়া ও মুনাজাদ পরিচালনা করেন- মাওলানা তাজাম্মুল হোসেন সহকারি শিক্ষক নেংগুড়াহাট স্কুল এণ্ড কলেজ। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।