03/19/2025 শীতবস্ত্র বিতরণ করলেন যুব সমাজের আইকন শেখ লিটন
শীতবস্ত্র বিতরণ করলেন যুব সমাজের আইকন শেখ লিটন
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২১ ১৭:৩১
মোঃ সবুজ হোসেন কুমারখালী ( কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ৫নং নন্দলালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভবিষ্যৎ চেয়ারম্যান প্রার্থী হিসাবে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ১৫০ টি কম্বল বিতরণ করলেন যুব সমাজের আইকন শেখ লিটন।
আজ (১২ নভেম্বর ২০২১) শুক্রবার বিকাল ৫ টায় উপজেলার আলাউদ্দিন নগর সংলগ্ন আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।
এলাকা সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভবিষ্যৎ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে, গরীব দুঃখী মানুষের খোঁজ খবর নিয়ে গরীব দুঃখী হতদরিদ্র পরিবারের মাঝে ১৫০ টি কম্বল বিতরণ করলেন যুব সমাজের আইকন।
নাম প্রকাশে অনিচ্ছুক তারা বলেন, অসহায় দরিদ্র পরিবার আমরা সব সময় সাহায্য সহযোগিতা পাই শেখ লিটন এর কাছে। আমার সব সময় কাছে পাই, তাকেই আমরা ভবিষ্যতের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই ।
এসময় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলাউদ্দিন নগর ব্যবসায়ী রাজু ফারমার্স আকমল, কল্যানপুর স্কুলের শিক্ষক সাইফুল ইসলাম, রাজেস, মহব্বত ক্রিয়া বিদ সহ যুবসমাজ ও ইউনিয়নের মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
যুব সমাজের আইকন শেখ লিটন বলেন, গরিব মানুষের অধিকার আদায়ের জন্য আমি চেস্টা করে যাবো। সব সময় যেন মানুষের বিপদে সাহায্য করতে পারি।