যশোর-মাগুরা মহাসড়কের যশোরের বাঘারপাড়া উপজেলা বন্দবিলা ইউনিয়রের তেতুলতলা নামক স্থানে সোহাগ পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪৭১৫৪) নিয়ন্ত্রণ হরিয়ে সরাসরি গাছের সাথে সংঘর্ষ লাগলে এই দূর্ঘটনাটি হয়।
ঘটনা স্থলে ১ জন নিহত সহ বেশ কয়েকজন আহত হয়েছে,
নিহত পরিবহন হেলপার রুহুল (৪০) ডুমুরিয়া খুলনা, এছাড়া আহত পরিবহনের সুপার-ভাইজার মুসা(৩০) অবদা, মাগুরা সহ বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর সদর হাসপাতালের উদ্দেশ্যে ফায়ার সার্ভিসের গাড়িতে নেওয়া হয়।
রির্পোটি লেখা পর্যন্ত বাঘারপাড়া ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল ঘটনাস্থলে এসে গাড়িটি উদ্ধারের কাজ করছে।
দূর্ঘটনার কারণে যশোর-মাগুরা মহাসড়ক প্রায় ২ ঘন্টা বন্ধ হয়ে যায়, পরবর্তিতে ফায়ার সার্ভিস ও এলাকাবাসির সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।