03/19/2025 মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ঐতিহ্য ধারণ করতে হবে- এ্যাড. কামাল হোসেন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ঐতিহ্য ধারণ করতে হবে- এ্যাড. কামাল হোসেন
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর ২০২১ ১৪:১৫
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।
বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে সুবর্ণ জয়ন্তী উদযাপন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করণের লক্ষে "এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি" শীর্ষক কার্যকক্রমের আওতায় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন এবং কুইজ প্রতিযোগিতা পুরস্কার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সকালে শালিখা উপজেলা আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল প্রাঙ্গণে ‘কুইজ প্রতিযোগিতা পুরস্কার ও আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল হাসান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব এড. মোঃ কামাল হোসেন৷
মূখ্য আলোচক ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কার মাষ্টার ও সরদার ফারুক আহমেদ৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম৷
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াচুর রহমান সহ অন্যন্য অতিথিবৃন্দ।
জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবু বক্কার (মাষ্টার) প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে মুক্তিযুদ্ধর গল্প এবং যুদ্ধকালীন তার বাস্তব জীবনের অভিজ্ঞতা গল্পের মাধ্যমে তুলে ধরেন।
অতঃপর অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এড. মোঃ কামাল হোসেন বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ঐতিহ্য ধারণ করেই আমাদের দেশকে এগিয়ে নিতে হবে,
এবং মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হলে মুক্তিযুদ্ধের চেতনামূলক বই পড়তে হবে।
আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুলের কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার প্রদান মধ্যদিয়ে অনুষ্টানটি শেষ হয়।