03/19/2025 গজারিয়ায় ছিনতাইকারীর কবলে এক ব্যবসায়ী
গজারিয়ায় ছিনতাইকারীর কবলে এক ব্যবসায়ী
নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর ২০২১ ১৪:১৪
ওসমান গনি গজারিয়া প্রতিনিধি।।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় এক ব্যবসায়ী ছিনতাইকারী কবলে পড়ে, ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী রুহুল আমিন বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামের বাসিন্দা। জানা যায় উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন চৌধুরী মার্কেটের মেসার্স বৈশাখী স্টোরের স্বত্বাধিকারী ব্যবসায়ী রুহুল আমিন রাত আনুমানিক ১০ টায় তার দোকান বন্ধ করে অটো যোগে সমিতি মার্কেটের পিছনের রাস্তা দিয়ে পুরান বাউশিয়া গ্রামের নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন,
কিছুদূর যাওয়ার পর উল্টো দিক থেকে একটি প্রাইভেটকার টি তার গতিরোধ করে, গাড়িতে থাকা ছিনতাইকারীরা অটোরিকশায় থাকা রুহুল আমিন কে এলোপাতাড়ি কোপাতে থাকে এবং তার সাথে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়,
আহত রুহুল আমিন কে প্রথমে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতাল পাঠায়।
আহত রুহুল আমিনের মাথায় ও বাম হাতে মারাত্মক জখম রয়েছে
এবিষয়ে গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রইছ উদ্দিন জানায়, বিষয়টি জানার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করি। লিখিত কোন অভিযোগ পাইনি, তবে টহল জোরদার করা হয়েছে।